৪ হাজার ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার
একাধিক থানায় মাদক মামলার এজাহারভুক্ত আসামি চুন্নু খাঁ ও ইসমাইলকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ থানা।
থানা পুলিশের একটি সূত্র জানায়, লালবাগ, কক্সবাজার, কুমিল্লা ও নারায়ণগঞ্জে তাদের নামে একাধিক মামলা রয়েছে।
বুধবার (২ মার্চ) লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মুর্শেদ ঢাকাপ্রকাশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
ওসি মোর্শেদ বলেন, মঙ্গলবার (১ মার্চ) পৃথক পৃথক অভিযানে লালবাগের বালুর ঘাট ও কুমিল্লার মুরাদনগর এলাকা থেকে গ্রেপ্তার করে ডিএমপির লালবাগ থানায় আনা হয়। এখানেও তাদের নামে মামলা রয়েছে।
ওসি বলেন, আমরা জানতে পারি লালবাগ থানার একাধিক মাদক মামলার এজাহারভুক্ত আসামি চুন্নু খাঁ ইয়াবাসহ বালুঘাট ঢালে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে এসআই ফাইয়াজ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করেন। এ সময় তার হেফাজত থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ওসি আরও বলেন, তাকে জিজ্ঞাসাবাদের পর জানা যায় সে এই ইয়াবাগুলো ইসমাইল নামক একজনের নিকট থেকে সংগ্রহ করে বিক্রয়ের জন্য বালুঘাটে অবস্থান করেছে। তার দেওয়া তথ্যমতে পরবর্তী সময়ে রাতে কুমিল্লার মুরাদনগরের ছিলমপুর কান্দায় অভিযান পরিচালনা করে ইসমাইলকে গ্রেপ্তার করা হয়। এসময় গ্রেপ্তারকৃতের নিকট হতে সাড়ে তিন হাজার পিস ইয়াবা পাওয়া যায়। তাদের দুইজনের হেফাজত থেকে মোট চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা যায়, ডিএমপির লালবাগ থানায় চুন্নু খাঁর নামে ৫টি ও ইসমাইলের নামে কক্সবাজারের সদর ও উখিয়া, কুমিল্লার কোতয়ালী মডেল ও মুরাদনগরে ২টিসহ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মাদকের মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/টিটি