সাংবাদিক পরিচয়ে প্রতারণা-বিয়ে-ব্লাকমেইল, অবশেষে ধরা
পড়াশোনায় ৮ম শ্রেণির গন্ডি পার হতে না পারলেও নিজেকে একজন গ্রাজুয়েট হিসেবে মিথ্যা পরিচয় দিতেন সবুজ। নিজেকে সংবাদকর্মী হিসেবেও দাবি করতেন তিনি। এসব মিথ্যা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।
এদিকে, সাংবাদিকতার পরিচয়ে প্রেমের ফাঁদে ফেলে এক নারীকে নোটারি পাবলিকের মাধ্যমে সাজানো কাজী দিয়ে বিয়ে করেছেন। বিয়ের পর তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে তাদের অন্তরঙ্গ মূহুর্তের দৃশ্য ক্যামেরায় ধারণ করে তাকে ব্লাকমেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন।
এমন এক ভুক্তভোগীর অভিযোগে ভূয়া সাংবাদিক পরিচয়দানকারী মো. তাজবিরুল ইসলাম সবুজ ওরফে শেখ শিমুলকে (৩২) গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (২৮ ফেব্রুয়ারি) রাতে গাজীপুর মহানগরীর গাছা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাকে।
মঙ্গলবার (১ মার্চ ) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে সাংবাদিকতার ২ টি ভূয়া আইডি কার্ড, ২ টি ভূয়া টিন সার্টিফিকেট, ১১ টি ভূয়া প্রাতিষ্ঠানিক আইডি কার্ড, ৩ প্রকার ভিজিটিং কার্ড, ১ টি স্পাই ক্যামেরা, ৭ টি এটিএম কার্ড, ৬ টি চেক বই, ১ টি পে-অর্ডার, ১ টি বিবাহের হলফনামা, ১ টি ভুয়া জীবন বৃত্তান্ত ফরম, ১ টি সেনাবাহিনীর ব্যবহৃত বেল্ট, ৪ টি পেনড্রাইভ, ২ টি মেমোরী কার্ড, ৬ টি মোবাইল ফোন এবং ৪১ টি সীম কার্ড উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সবুজকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে র্যাব জানায়, তার জন্মস্থান বাগেরহাট জেলায় এবং সে গত ১০ বছর ধরে গাজীপুরে বসবাস করছে। বর্তমানে গাজীপুরের সালনা এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করে। পড়াশোনায় সে ৮ম শ্রেণির গন্ডি পার হতে না পারলেও নিজেকে একজন গ্রাজুয়েট হিসেবে মিথ্যা পরিচয় দেয়।
মোমেন আরও বলেন, চাকরির পাশাপাশি সে আব্দুল্লাহপুরে 'দৈনিক আজকের আলোকিত সকাল’ নামের একটি স্থানীয় সংবাদপত্রের সংবাদকর্মী হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। সে সাংবাদিকতার মিথ্যা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে মোটা অঙ্কের টাকা আদায় করতো।
তিনি বলেন, এছাড়াও বিবাদমান দুই পক্ষের সাথে সাংবাদিক পরিচয়ে সমস্যা সমাধানের মধ্যস্থতা করার জন্য টাকা দাবি করতো। বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সু-সর্ম্পক রয়েছে দাবী করে আইনী সমস্যা সমাধান করে দিবে বলেও টাকা নিতো। পাশাপাশি আইনী জটিলতা আছে এমন কিংবা আদালতে বিচারাধীন জমি উদ্ধারের নাম করে বিবাদমান পক্ষের কাছ থেকে টাকা আদায় করতো।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মোমেন বলেন, তার প্রতারণার কাজে ফজল, তোফাজ্জল, মাসুম, আলতাফসহ আরো ২ থেকে ৩ জন তাকে সহযোগিতা করতো। আসামি শেখ শিমুল নামে ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরি করে এবং তার বিভিন্ন ব্যাংকে ৫ টি একাউন্ট রয়েছে বলে আমরা জানতে পারি। এছাড়াও ভিন্ন নামে সে ২ টি টিন সার্টিফিকেট ব্যবহার করে আসছে।
গ্রেপ্তার সবুজকে জিজ্ঞাসাবাদের বিষয়ে র্যাবের এই কর্মকর্তা বলেন, ২০০৫ সালে তার নিজ এলাকায় ১ম বিয়ে করলে সেই স্ত্রী ১ বছর সংসার করে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। পবরর্তীতে ২০১২ সালে ২য় বিয়ে করলে তার ২য় স্ত্রীও ১ বছর সংসার করে তাকে ডিভোর্স দিয়ে চলে যায়। এরপর বাগেরহাট থেকে গাজীপুরে আসে এবং একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকরি নেয়। গামের্ন্টস ফ্যাক্টরীতে চাকরি করার সময় ২০১৪ সালে একজন গার্মেন্টস কর্মীকে বিয়ে করে।
তিনি বলেন, পরবর্তীতে সে ২০১৮ সালে উত্তরখান মাজার তালতলা এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে চাকরি করার সময় তার ৩য় স্ত্রী বর্তমান থাকা অবস্থায় নিজেকে অবিবাহিত পরিচয় দিয়ে সেখানে কর্মরত একজন গার্মেন্টস কর্মীর সাথে প্রেমের সর্ম্পক তৈরী করে। পরবর্তীতে সে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় শারীরিক সর্ম্পক করে এবং শারীরিক সর্ম্পকের দৃশ্য গোপনে ভিডিও করে রাখে।
র্যাবের এই কর্মকর্তা বলেন, ভুক্তভোগী সেই নারী, সবুজকে বিয়ের কথা বললে সে বিভিন্ন অজুহাতে সময় বাড়াতে থাকে। এক পর্যায়ে সবুজ একজন মৌলভী সাহেবকে বাসায় ডেকে এনে মৌখিকভাবে ভিকটিমকে বিয়ে করে। ভিকটিম বিয়ের কাবিননামা করার জন্য চাপ প্রয়োগ করলে সে ভিকটিমকে বিভিন্নভাবে শারীরিক এবং মানসিক নির্যাতন শুরু করে।
র্যাব-১ এর অধিনায়ক বলেন, বিষয়টি ভিকটিম তার পরিবারকে অবহিত করে এবং তাদের পরামর্শে গ্রেপ্তার সবুজের সাথে ৩ বছর ধরে ঘর সংসার করছে। এক পর্যায়ে সে বিভিন্ন লোকজনের মাধ্যমে জানতে পারে সবুজ এর আগেও একাধিক বিয়ে করেছে। আগের বিয়ের বিষয়ে আসামিকে জিজ্ঞাসা করলে সে ভিকটিমকে শারীরিকভাবে নির্যাতন করে এবং বিভিন্ন সময় তাদের শারীরিক সর্ম্পকের ধারণকৃত গোপন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয়।
র্যাব জানায়, গত বছরের ডিসেম্বর মাসে অভিযোগকারী সবুজকে ডিভোর্স দেয়। পরবর্তীতে ১ মাস আগে গাজীপুরের সালনা এলাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করার সময়ে অপর একজন নতুন ভিকটিম গার্মেন্টস কর্মীকে প্রেমের ফাঁদে ফেলে এবং গত ২৬ জানুয়ারি ভূয়া নোটারি পাবলিকের মাধ্যমে সাজানো বিয়ে করে।
তার কাছ থেকে উদ্ধারকৃত ৪ টি পেনড্রাইভ ও ২ টি মেমোরী কার্ডে বিপুল পরিমাণ দেশী-বিদেশী অশ্লীল ছবি ও ভিডিও পাওয়া যায়। এসব ভিডিও সে প্রতারণার কাজে ব্যবহার করতো প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের সঙ্গে সম্পৃক্ত সবকিছু স্বীকার করেছে।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এএস