মিরপুরের আলোচিত জাহিদ হত্যা: গ্রেপ্তার ৪
পল্লবীর ১১ নং সেকশনের নিউ সোসাইটি মার্কেটের কাঁচা বাজার পট্টিতে জাহিদ নামের এক যুবককে দলবদ্ধভাবে গুরুতর আহত ও পরবর্তী সময়ে মৃত্যুর ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মিরপুর বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জসিম, মো. ইমতিয়াজ ওরফে বাদশা, মো. সোহাগ ও মো. কামরান।
পুলিশ বলছে, রবিবার (২৭ ফেব্রুয়ারি) পৃথক অভিযানে দিনাজপুরের কোতয়ালীর চেহেলগাজী মাজার সংলগ্ন বিহারী ক্যাম্প ও ঢাকার মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সোমবার (২৮ ফ্রেবরুয়ারি) ডিএমপির গোয়েন্দা মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দার এসব তথ্য নিশ্চত করে তিনি বলেন, আমরা সব ধরনের অপরাধ নিয়ন্ত্রনে কাজ করে যাচ্ছি। যার ধারাবাহিকতায় পল্লবীর আলোচিত জাহিদ হত্যা মামলার আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।
এ মামলার বিষয়ে ডিএমপির পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম জানান, ১১ নং সেকশনের নিউ সোসাইটি মার্কেটের কাঁচা বাজার পট্টিতে পূর্ব শত্রুতাবশত জাহিদ হাসানসহ তার কয়েকজন বন্ধুকে ধারালো অস্ত্রসহ দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আসামিরা। আহতদের হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে জাহিদের মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনসহ ১৬ জনকে অভিযুক্ত করে পল্লবী থানায় একটি মামলা দায়ের করে জাহিদের পিতা।
কেএম/এএস