রাজধানীতে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগের অভিযানে রমনা মডেল থানা এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো মো. সুমন মিয়া, মো. ইব্রাহীম ও রনি। এদের সকলেরই বাড়ি বি-বাড়ীয়া।
গ্রেপ্তারের পর পুলিশ বলছে, তারা তিনজন মাদক ব্যবসার সঙ্গে জড়িত এ অভিযোগে তাদের ধরা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৩০ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ডিবি ওয়ারী বিভাগের ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা বলেছে সীমান্ত জেলা বি-বাড়ীয়া থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ সাভার ও আশুলিয়া এলাকায় সরবরাহ করত এ চক্রটি।
ডেমরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আজহারুল ইসলাম মুকুল আরও বলেন, তাদেরকে বুধবার বারডেম হাসপাতালের সামনে ১ নং পার্কিং গেটের পূর্ব পাশ থেকে বিশেষ অভিযান পরিচালনা করে গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
গোয়েন্দা পুলিশ জানায়, তারা কয়েকজন মাদক ব্যবসায়ী বি-বাড়ীয়া সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ঢাকায় এনে বিক্রির জন্য বারডেম হাসপাতালের পার্কিং গেইটের সামনে অবস্থান করে এরপর অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়।
এ ঘটনায় রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ইতোমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/