স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার
রাজধানীর মিরপুরের টোলারবাগে পারিবারিক বিষয় নিয়ে হারিসা বেগম (৪৫) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্বামী ইয়াহিয়া মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে টোলারবাগ ৩ নম্বর গেটের প্রথম গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রক্তমাখা হাতুড়ি উদ্ধার করেছে পুলিশ। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) সুলতান আহমেদ শাকিল শনিবার (১২ ফেব্রুয়ারি) সকালে জানান, কয়েকদিন ধরেই ইয়াহিয়া মোল্লার সঙ্গে তার স্ত্রীর পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হতো। শুক্রবার সন্ধ্যায়ও তাদের মধ্যে ফের ঝগড়া হয়। একপর্যায়ে রাত সোয়া ৯টার দিকে ঘরে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে সে। এ সময় স্থানীয়রা ইয়াহিয়া মোল্লাকে আটক করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ইয়াহিয়াকে আটক করে থানায় নিয়ে আসে।
এসআই শাকিল আরও বলেন, ‘আমরা ইয়াহিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি তার গ্রামের বাড়ির জমিজমা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরেই স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ইয়াহিয়া দম্পতির রহমান নামে এক সন্তান রয়েছে। আমরা আরও ভালোভাবে তদন্ত করে দেখছি এ বিষয় নিয়ে।’ এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান এসআই শাকিল।
এএইচ/এসএ/