কক্সবাজারে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা জব্দ
বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অভিযানে ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়।
এ সময় মাদক কারবারিরা বিজিবি’র টহলদলের উপর গুলিবর্ষণ করে।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) কক্সবাজার ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক মো. মেহেদি হোসাইন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন রেজুআমতলী বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের উখিয়া উপজেলাধীন ৪নং রাজাপালং ইউপির গোলডেবার পাহাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অধিনায়ক মো. মেহেদি হোসাইন বলেন, ইয়াবা পাচারকারী সীমান্ত এলাকা হতে পায়ে হেটে বাংলাদেশে আসার সময় বিজিবি টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা টহলদলের উপর গুলিবর্ষণ শুরু করে।এরপর বিজিবি টহলদল আত্মরক্ষার্থে পাল্টা গুলি করে।
চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা ব্যাগ মাটিতে ফেলে দ্রুত পাহাড়ী গহীন জঙ্গলের মধ্য দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।
তিনি বলেন, পরবর্তীতে টহলদল ঘটনাস্থল হতে চোরাকারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
এমএইচ/এমএমএ/