ফেনীর বড় জামে মসজিদের এলইডি স্ক্রিনে হঠাৎ করেই ভেসে উঠেছে “আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা”। সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এ ঘটনায় মুসল্লি ও পথচারীদের মধ্যে হতচকিত প্রতিক্রিয়া দেখা দেয়। পরবর্তীতে পুলিশ একজনকে আটক করেছে।
দুপুর ২টার দিকে মসজিদের সামনে স্থাপিত বড় এলইডি স্ক্রিনে এই বার্তা ভেসে ওঠে। সাধারণত এই স্ক্রিনে নামাজের সময়সূচি ও ইসলামী বার্তা প্রদর্শিত হয়। তবে রাজনৈতিক স্লোগান ভেসে ওঠায় মুসল্লি ও পথচারীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সেখানে শতাধিক মানুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
ফেনী জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেনীর সব এলইডি স্ক্রিন বন্ধ রাখার নির্দেশ দেন। বিকেল ৩টার পর মসজিদের স্ক্রিনটি বন্ধ করে দেওয়া হয়।
মসজিদের মুসল্লি আবুল হোসেন বলেন, “সাধারণত স্ক্রিনে নামাজের সময়সূচি ভেসে থাকে। তবে আজ ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখাটি দেখে আমরা হতবাক হয়েছি। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করছি।”
মাহমুদুল হাসান নামের স্থানীয় এক ব্যবসায়ী অভিযোগ করেন, “পূর্বের মসজিদ কমিটির কিছু সদস্য ষড়যন্ত্রমূলকভাবে এমন ঘটনা ঘটিয়েছে। এটি ইচ্ছাকৃতভাবে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে করা হয়েছে।”
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, ঘটনার পর মসজিদের অপারেটর জমির হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করা হবে।
এর আগে, গত ১৪ ডিসেম্বর খুলনা রেলস্টেশনের ডিসপ্লেতে “ছাত্রলীগ ভয়ংকর রূপে ফিরবে” বার্তা দেখা গিয়েছিল। আরও আগে, ২৪ অক্টোবর ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের ডিসপ্লেতে “আওয়ামী লীগ জিন্দাবাদ” লেখাটি প্রদর্শিত হয়।
এই ধরনের ঘটনা মসজিদ এবং জনসাধারণের আস্থার সঙ্গে সরাসরি সম্পৃক্ত। স্থানীয় জনগণ এবং মুসল্লিদের দাবি, দায়ীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।