শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫ | ১৫ ফাল্গুন ১৪৩১
Dhaka Prokash

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলাকারী সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইয়াছিন আলীকে (৫৭) যশোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার (২৬ মার্চ) দিবাগত রাত ১১টার দিকে যশোর শহরতলীর শানতলা মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বুধবার (২৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬ যশোরের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

তিনি জানান, র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, প্রধানমন্ত্রীর প্রাণনাশের উদ্দেশ্যে গাড়িবহরে হামলাকারী ৭ বছরের সাজাপ্রাপ্ত সন্ত্রাসী ইয়াছিন আলী যশোরের শহরের বেজপাড়া এলাকা থেকে শানতলা এলাকার দিকে যাচ্ছেন। এমন সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে শানতলা মোড়ে অভিযান পরিচালনা করে আসামি ইয়াছিন আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কোম্পানি অধিনায়ক আরও জানান, গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি গ্রেপ্তার এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে নিজ এলাকা সাতক্ষীরা থেকে পালিয়ে যশোর শহরের বেজপাড়া এলাকায় ভাড়া বাসায় আত্মগোপনে থাকতো। তিনি দুইটি রিকশা ক্রয় করে, সেই রিকশা ভাড়া প্রদান করে জীবিকা নির্বাহ করতো। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি, হত্যা চেষ্টা একটি ও মাদক আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।

আসামি ইয়াছিন আলী সাতক্ষীরার কলারোয়া থানার তুলশীডাঙা গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার আসামিকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

 

Header Ad
Header Ad

ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি

লিওনেল মেসির সঙ্গে নতুন মেসি খ্যাত এচেভেরি। ছবি: সংগৃহীত

আর্জেন্টাইন তরুণ ক্লদিও এচেভেরি গতি, ড্রিবলিং ও দুর্দান্ত ফিনিশিং দক্ষতা দিয়ে ফুটবল বিশ্বে নজর কেড়েছেন। তাকে অনেকেই নতুন লিওনেল মেসি বলছেন। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলাও তার প্রতিভায় মুগ্ধ হয়েছেন।

গত বছরই ম্যানসিটি ১২.৫ মিলিয়ন পাউন্ডে এচেভেরির সঙ্গে চুক্তি করেছিল। তবে তাকে রিভার প্লেটে ধারে খেলতে পাঠানো হয়, যাতে তিনি নিয়মিত খেলার সুযোগ পান এবং নিজেকে আরও পরিণত করতে পারেন।

এবার আনুষ্ঠানিকভাবে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। পেপ গার্দিওলার অধীনে তিনি এখন অভিষেকের অপেক্ষায়।

ম্যানসিটির জার্সি হাতে নিয়ে এচেভেরি বলেন, "আমার স্বপ্ন ছিল বড় ক্লাবে খেলার। এখন আমি সেই স্বপ্নের দ্বারপ্রান্তে। ম্যানসিটি শুধু ট্রফির দিক থেকে নয়, খেলার সৌন্দর্যের বিচারে বর্তমান বিশ্বের অন্যতম সেরা ক্লাব।"

নিজের আদর্শ হিসেবে লিওনেল মেসির কথা উল্লেখ করে এচেভেরি জানান, ম্যানসিটিতে যোগ দেওয়ার আগে তিনি সার্জিও আগুয়েরোর পরামর্শ নিয়েছেন। ক্লাবটির সঙ্গে তার সাড়ে চার বছরের চুক্তি হয়েছে।

শীতকালীন দলবদলে ম্যানসিটি ২০০ মিলিয়ন ইউরো খরচ করেছে। এসময় তারা ব্রাজিলের ডিফেন্ডার ভিতর রেইস, উজবেক ডিফেন্ডার আব্দুকদির খুশনভ, মিশরের স্ট্রাইকার ওমর মারমৌশ ও আর্জেন্টাইন মিডফিল্ডার নিকো পাজকে দলে ভিড়িয়েছে।

Header Ad
Header Ad

একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে, একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১১টায় বিএনপির বর্ধিত সভার সমাপনী ভাষণে তিনি এ মন্তব্য করেন বলে সভা সূত্রে জানা গেছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার রাত ১১টায় বর্ধিত সভা শেষ হয়, যেখানে সভাপতির বক্তব্য দেন তারেক রহমান। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতা-কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ‘ইস্পাত কঠিন’ ঐক্য ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, সাড়ে পাঁচ মাস আগে তিনি সতর্ক করেছিলেন যে, নির্বাচনকে ঘিরে এক অদৃশ্য শক্তি ষড়যন্ত্র করবে। এখন সেই ষড়যন্ত্র দৃশ্যমান হচ্ছে।

জামায়াতে ইসলামীর দিকে ইঙ্গিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, একটি দল জনগণের কাছে দাবি করছে যে তারা বেহেশতের টিকিট বিক্রি করছে। মিথ্যার ওপর ভিত্তি করে গড়া এই দল যেকোনো কিছু করতে পারে। দৃশ্যমান হোক বা অদৃশ্য, এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এ বিষয়ে নেতা-কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ভারতের দিকে ইঙ্গিত করে তারেক রহমান বলেন, প্রতিবেশী দেশ বসে থাকবে না, তারা বিভিন্ন ইস্যুতে ষড়যন্ত্র করবে। এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে বিএনপির নেতা-কর্মীদের প্রস্তুত থাকতে হবে।

Header Ad
Header Ad

অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ

ছবি: সংগৃহীত

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব অমর একুশে বইমেলা। এবার বইমেলার সময় বাড়ানো হচ্ছে না বলে জানিয়েছেন মেলা পরিচালনা কমিটির সদস্য-সচিব ড. সরকার আমিন। তবে ছুটির দিন হওয়ায় মেলা শুরু হবে সকাল ১১টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ড. সরকার আমিন জানান, রোজাসহ বিভিন্ন পারিপার্শ্বিক বিষয় বিবেচনায় নিয়ে বইমেলার সময় আর না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়েই সব কার্যক্রম শেষ হবে। তিনি আরও বলেন, বইমেলা শুধু বই কেনাবেচার হাট নয়, এটি লেখক-পাঠকের মেলবন্ধনের জায়গা। তাই নানা চ্যালেঞ্জ সত্ত্বেও মেলা সফল হয়েছে বলে মনে করেন তিনি।

বাংলা একাডেমির নিজস্ব ব্যবস্থাপনায় ভবিষ্যতে বইমেলা আয়োজনের প্রসঙ্গে তিনি বলেন, ইতোপূর্বে একাডেমি এককভাবে মেলা আয়োজন করেছে। তবে এবার সময় স্বল্পতার কারণে ইভেন্ট ম্যানেজমেন্টের ওপর নির্ভর করতে হয়েছে। ভবিষ্যতে নিজস্ব ব্যবস্থাপনায় বইমেলা করা হলে তা ভালো হবে কি না, সেটি পুনর্বিবেচনা করা হবে।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারি বিকেল ৪টায় অমর একুশে বইমেলা-২০২৫ উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

Header Ad
Header Ad

সর্বশেষ সংবাদ

ম্যানসিটিতে যোগ দিলেন নতুন মেসি
একটি দল বেহেশতের টিকিট বিক্রি করছে বলে সতর্ক করেছেন তারেক রহমান
অমর একুশে বইমেলার পর্দা নামছে আজ
নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে বিএনপির দুই নেতা
সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই শহীদ পরিবারের সদস্যরা
টাঙ্গাইলে প্রথমবার ‘বই বিনিময়’ সংগ্রহ করা যাচ্ছে প্রিয় লেখকের পছন্দের বই
বর্তমান সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান গ্রহণযোগ্য নয়: ড. কামাল হোসেন
জাতীয় নাগরিক পার্টির শীর্ষ ১০টি পদ চূড়ান্ত, থাকছেন যারা
দলে দলে মানিক মিয়া অ্যাভিনিউতে আসছেন ছাত্র-জনতা
সেপ্টেম্বরে এশিয়া কাপ, ভারত-পাকিস্তানের গ্রুপে থাকবে না বাংলাদেশ
বাংলাদেশ থেকে ইলিশ নিতে চায় চীন
ভারতে পাচারকালে চুয়াডাঙ্গা সীমান্তে আড়াই কোটি টাকার স্বর্ণ জব্দ
ভাঙ্গা থানার ওসি শফিকুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য গ্রেফতার
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাপা বাদে সব দল আমন্ত্রিত
চুয়েট ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য আটক
গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে পদত্যাগ করলেন জেদনী
বিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ১৭ লাশ উদ্ধার
মধ্যরাতে শেওড়াপাড়া কাঁচাবাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই সব দোকান
‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ আজ, ৩ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
মিয়ানমারে আটক ২৯ জেলেকে ফেরত আনলো বিজিবি