সাবেক জেলা রেজিস্ট্রারের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দুদকের
ছবি: সংগৃহীত
আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জের সাবেক জেলা রেজিস্ট্রার মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কোটি কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে এ মামলার সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদকের অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জের সাবেক জেলা রেজিস্ট্রার মো. জসিম উদ্দিন ভুঞা ১৯৯৪ সালে সাব-রেজিস্টার হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১২ সালে জেলা রেজিস্ট্রার ও ২০২০ সালে ঢাকায় নিবন্ধন অধিদফতরের রেজিস্ট্রি অফিসগুলোর পরিদর্শক (আইআরও) পদে পদোন্নতি পান। বর্তমানে তিনি অবসরে আছেন।
ঘুষ বাণিজ্যের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে ২০১৬ সালে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। এরপর দুদক তার অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। দুদক তার সম্পদ বিবরণী চাইলে তিনি ২০২২ সালের ২২ ডিসেম্বর সম্পদ বিবরণী দাখিল করেন। সম্পদ বিবরণীতে তিনি দান সূত্রে এক একরের বেশি জমি পেয়েছেন এবং ভাগ্নির কাছ থেকে রেমিট্যান্স সূত্রে এক কোটি টাকার বেশি পেয়েছেন বলে উল্লেখ করেন। কিন্তু তিনি এসব বিষয়ে সন্তোষজনক কোনও তথ্য দুদকের অনুসন্ধান কর্মকর্তাকে দিতে পারেননি।
যাচাই-বাছাই শেষে দুদকের অনুসন্ধান কর্মকর্তা ও সহকারী পরিচালক সোমা হোড় নিশ্চিত হয়েছেন, সাবেক জেলা রেজিস্ট্রার জসিম উদ্দিন দুই কোটি ৫৯ লাখ ৬৪ হাজার ৪০২ টাকার সম্পদ জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ হওয়ায় তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়। তিনি বর্তমানে ধানমন্ডির ৯/এ রোডের একটি ফ্ল্যাটে বসবাস করেন। তার বাড়ি নরসিংদীর মনোহরদী থানার বিলাগী গ্রামে।
দুদকের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম জানান, মামলার অনুমোদনের চিঠি পাবার পর সংশ্লিষ্ট কর্মকর্তা মামলাটি দায়ের করবেন।