অভিনব কায়দায় জুতার মধ্যে ইয়াবা বহন, র্যাবের হাতে ধরা
ছবি সংগৃহিত
জুতার মধ্যে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট এলাকা থেকে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. শাহ আলম (৩০)।
র্যাব জানায়, বিশেষ কৌশলে জুতার সোলের মধ্যে লুকায়িত অবস্থায় ইয়াবা বহন করছিল ওই ব্যক্তি। এসময় এক হাজার ৮৬১ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়। যার আনুমানিক মূল্য পাঁচ লাখ আটান্ন হাজার তিনশ টাকা। গ্রেপ্তার শাহ আলম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজবাড়ীসহ আশপাশের এলাকায় সরবরাহ করে আসছিল।
র্যাব আরও জানায়, ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেপ্তার শাহ আলম বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ি থানার আজু খাইয়া গ্রামের দিল মোহাম্মদের ছেলে।