যাত্রাবাড়ীতে অপহরণকারী চক্রের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর ছনটেক এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় অপহরণের শিকার এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২ মে) কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে এ তথ্য জানান র্যাব ১০ এর অধিনায়ক মোহাম্মদ ফরিদ উদ্দীন।
র্যাব জানায়, গত ২৯ এপ্রিল বিকাল ৪টার দিকে গাজীপুরের কালিয়াকৈর চান্দুরায় জমি কেনার জন্য যাচ্ছিলেন ভুক্তভোগী আলমগীর। পথেই তাকে অপহরণ করে চক্রটি। সেদিনই রাত ১১টার দিকে তার স্ত্রীকে ফোন করে ৫ লাখ টাকা দাবি করে অপহরণকারীরা।
র্যাব আরও জানায়, চক্রটি বিভিন্ন কৌশলে মানুষকে অপহরণ করে মুক্তিপণ আদায় করে। এ ছাড়া তারা টাকা না পেলে দেশীয় অস্ত্র দিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে বলেও দাবি র্যাবের।
অভিযানে ভুক্তভোগী আলমগীরকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ সম্পৃক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কেএম্/আরএ/
