ঈদে জঙ্গি হামলার হুমকি নেই: র্যাব ডিজি
র্যাব মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, এবার পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে জঙ্গি হামলার কোনো তথ্য নেই। তারপরও যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় র্যাব প্রস্তুত থাকবে।
শুক্রবার (২১ এপ্রিল) রাজধানীর জাতীয় ঈদগাহের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের সময় সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় র্যাব ডিজি একথা বলেন।
র্যাব ডিজি বলেন, বিভিন্ন বিপনীবিতানে এই মূহুর্তে জনসমাগম হচ্ছে। সেখানে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি। ঘরমুখো মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সাপোর্ট সেন্টার স্থাপন করা হয়েছে। ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রেখেছি।
যেকোনো নাশকতা মোকাবিলায় র্যাব প্রস্তুত উল্লেখ করে র্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, ঈদে নিরাপত্তা দিতে টহল ও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এ ছাড়া ঈদকে কেন্দ্র করে ভার্চুয়াল জগতে গুজব, উস্কানিমূলক ও মিথ্যা তথ্য ছড়ানো বন্ধে র্যাবের সাইবার মনিটরিং টিম অনলাইনে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।
তিনি বলেন, তবে, গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণে করে জানা গেছে, ঈদুল ফিতরকে কেন্দ্র করে কোনো জঙ্গি হামলার ব্যাপারে কোনো আশঙ্কা নেই।
এম খুরশীদ হোসেন আরও বলেন, দেশের গুরুত্বপূর্ণ ঈদগাহে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া শপিং মল, বিপনীবিতান ও জনসমাগমপূর্ণ এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
কেএম/এসএন