রাজধানীতে ইজিবাইক চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

ইজিবাইক চুরির অভিযোগে রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া ইজিবাইক ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১১ এপ্রিল) তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছে র্যাব।
গ্রেপ্তাররা হলেন- অনিক হোসেন (৩০) ও আরমান (৩৫)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব বলেন, রাজধানীর কামরাঙ্গীরচরের লালগুদাম শাহী তারা মসজিদ বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এসময় চোর চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হয় ইজিবাইকটিও।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/এসজি
