২ জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়কের স্ত্রীসহ গ্রেপ্তার ২
আদালত চত্বর থেকে দুই জঙ্গি ছিনতাইয়ের মূল সমন্বয়ক জেল পলাতক জঙ্গি সোহেলের স্ত্রী শিখা ও তার আশ্রয়দাতাকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৭ এপ্রিল) রাতে ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়তি রায় চোধুরী ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের নিয়ে পলাতক জঙ্গি গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে সিটিটিসি। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
গেল বছরের ২১ নভেম্বর পুলিশের চোখে স্প্রে করে প্রকাশক ফয়সল আরেফিন দীপন এবং লেখক ও ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দুই জঙ্গি আবু ছিদ্দিক সোহেল ও মঈনুল হাসান শামীমকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ঘটনার পর পলাতক দুই জঙ্গিকে ধরিয়ে দিতে পারলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা করা হয় এবং সারা দেশে রেট অ্যালার্ট জারি করা হলেও তাদের সন্ধান মেলেনি।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগের আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর কার্যালয়ে ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওইদিন তার স্ত্রী শাহবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কেএম/এসজি