১০ বছর পর হিযবুত তাহরীর’র শীর্ষ নেতা গ্রেপ্তার
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র শীর্ষ পর্যায়ের নেতা মো. মাহামুদ হাসানকে (৩০) রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। হাসান মোহাম্মদপুর থানার মৃত মো. নুরুল আমিনের ছেলে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত জঙ্গি নেতা মো. মাহামুদ হাসান জঙ্গি সংগঠন হিযবুত তাহরীর’র দাওয়াতি বিভাগের দায়িত্বশীল সদস্য। মাহামুদ হাসানের বিরুদ্ধে মোহাম্মদপুর ও পল্টন থানায় ৩ টি মামলা রয়েছে এবং তিনি প্রায় দীর্ঘ ১০ বছর পালিয়ে ছিলেন।
শুক্রবার (৭ এপ্রিল) র্যাব-২ এর সিনিয়র এএসপি সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. ফজলুল হক মাহামুদ হাসানকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ একটি দল গতকাল বৃহস্পতিবার বিকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, আটক জঙ্গি নেতা মাহামুদ হাসানের নেতৃত্বে ঢাকা শহরের বিভিন্ন মসজিদের সামনে ‘হিযবুত তাহরীর’র সদস্যদের নিয়ে ঝটিকা মিছিল করে থাকে। বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিটিং করে ‘হিযবুত তাহরীর’ লিফলেট এবং পোষ্টার বিতরণের মাধ্যমে সরকার এবং রাষ্ট্রবিরোধী কার্যক্রম চালিয়ে আসছিল।
মো.ফজলুল জানান, এজাহার নামীয় ও চার্জশিটভুক্ত হিযবুত তাহরীর’র শীর্ষ পর্যায়ের নেতা মাহমুদ হাসান এর আগে একবার গ্রেপ্তার হয়েছিল। এরপর জামিনে বের হয়ে পলাতক থেকে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলে এবং জঙ্গি সংগঠনের কার্যক্রম চালিয়ে আসছিল।
এ ছাড়া মাহামুদ হাসানের বিরুদ্ধে ডিএমপির মোহাম্মদপুর ও পল্টন থানায় তিনটি মামলা রয়েছে। মোহাম্মদপুর থানার মামলায় বিজ্ঞ আদালতের রায়ে ২ বছর সশ্রম কারাদণ্ড হয় তার। আদালতের রায় ঘোষণার সময় মাহামুদ হাসান পলাতক ছিল।
কেএম/এসজি