বঙ্গবাজারে আগুনের ঘটনায় ব্যবসায়ী-পুলিশের ৭ জিডি
বঙ্গবাজারে আগুনের ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ব্যবসায়ীরা। এ ছাড়া পুলিশের তরফ থেকে একটি জিডি করা হয়েছে।
বুধবার (৫ এপ্রিল) শাহবাগ থানায় গিয়ে জিডি করেন ব্যবসায়ীরা। বহস্পতিবার (৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ।
তিনি বলেন, শাহবাগ থানায় একাধিক ব্যবসায়ী এসে বঙ্গবাজারের আগুনের ঘটনায় জিডি করেছেন। নিয়ম মাফিক পুলিশও একটি জিডি করেছে।
এর আগে মঙ্গলবার (৪ এপ্রিল) সকাল ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুনের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি মার্কেটে। প্রায় ৭ ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনলেও অ্যানেক্সকো ভবন থেকে বুধবারও ধোঁয়া বের হতে দেখা গেছে। আগুনে প্রায় ৫ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
আগুনের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস বলেছে, প্রাথমিক তদন্তের পর সবকিছু ভালোভাবে জানানো যাবে আপাতত এই মুহূর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
কেএম/এসএন