ডাচ-বাংলার টাকা ডাকাতি: মূল পরিকল্পনাকারী সোহেল গ্রেপ্তার
প্রতীকী ছবি
রাজধানীর তুরাগে ডাচ-বাংলা ব্যাংকের টাকা ডাকাতির ঘটনায় মূল পরিকল্পনাকারী সোহেলকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। ডাকাতির ঘটনায় এ নিয়ে এখন পর্যন্ত ১২ জন গ্রেফতার হলেন।
শনিবার (১৮ মার্চ) দুপুরে ঢাকাপ্রকাশ-কে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।
তিনি বলেন, শুক্রবার (১৭ মার্চ) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। সাভারের হেমায়েতপুর থেকে গ্রেপ্তার করে তাকে ডিবি পুলিশের কার্যালয়ে আনা হয়েছে।
তিনি আরও বলেন, আসামির কাছ থেকে উদ্ধার করা হয়েছে আরও ৮৭ লাখ টাকা।
এর আগে মঙ্গলবার (১৪ মার্চ) দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি হারুন অর রশিদ ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, ডাচ-বাংলা ব্যাংকের ১১ কোটি টাকা ডাকাতির ঘটনায় ডিবি পুলিশ সর্বমোট ১১ জন গ্রেপ্তার ও ৭ কোটি ১ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার করেছে।
গত ৯ মার্চ সকালে এটিএম মেশিনে টাকা রিফিল করতে যাওয়ার পথে ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের (ডিবিবিএল) একটি গাড়ি থেকে ১১ কোটি টাকা ছিনতাই হয়। রাজধানীর তুরাগ এলাকায় এ ঘটনা ঘটে। টাকা পরিবহনের দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা সংস্থা 'মানি প্ল্যান্ট' এর কর্মকর্তারা চারটি ট্রাঙ্কে টাকা নিয়ে মিরপুর ডিওএইচএস থেকে একটি মাইক্রোবাসে করে সাভার ইপিজেডের দিকে যাচ্ছিলেন।
কেএম/আরএ/