রাজধানীতে ৩ চোরাই মোটরসাইকেলসহ গ্রেপ্তার ২
রাজধানীর তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ি এলাকা থেকে ৩টি মোটরসাইকেলসহ চোরচক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগ।
বৃহস্পতিবার (১৬ মার্চ) রাতে দক্ষিণ বেগুনবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে গোয়েন্দা-মতিঝিল বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম। গ্রেপ্তাররা হলেন- মো. মামুন ও মো. রহিম।
শুক্রবার (১৭ মার্চ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়তি রায় এসব তথ্য জানিয়েছেন।
ডিএমপি জানায়, বৃহস্পতিবার রাতে দক্ষিণ বেগুনবাড়ি এলাকার আজমীর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে চোরাই মোটরসাইকেল বিক্রির জন্য অবস্থান করছিল চোরচক্র। এসময় সেখানে অভিযান চালিয়ে মামুন ও রহিমকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের হেফাজতে থাকা ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় কৌশলে মাস্টার চাবি দিয়ে মোটরসাইকেলের লক ভেঙে চুরি করে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছে গ্রেপ্তাররা। তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করা হয়েছে।
কেএম/এসজি