রাজধানীতে ৫০ কেজি গাঁজা ও ট্রাকসহ যুবক গ্রেপ্তার

রাজধানীর বাড্ডা থেকে ৫০ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ কৃষ্ণ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা গুলশান বিভাগ।
সোমবার (১২ ডিসেম্বর) রাতে বাড্ডা থানার মেরুল বাড্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা গুলশান বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম লিডার সহকারী পুলিশ কমিশনার বার্নাড এরিক বিশ্বাস মঙ্গলবার (১৩ ডিসেম্বর) এসব তথ্য জানান।
তিনি বলেন, ঢাকা মহানগর এলাকায় বিশেষ অভিযান পরিচালনার সময় সংবাদ পাই, কতিপয় মাদককারবারি কুমিল্লা থেকে ট্রাকযোগে গাঁজা নিয়ে রাজধানীর বাড্ডার নতুন বাজার এলাকার দিকে আসছে। ওই তথ্যের ভিত্তিতে মেরুল বাড্ডা এলাকায় অবস্থান নেয় পুলিশ। এরপর ট্রাক তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
কেএম/এসজি
