টাক মাথায় চুল গজানোর প্রতারণা, ‘হেয়ার গ্যালারি বিডি’কে জরিমানা
টাক মাথায় চুল, মাত্র এক ঘণ্টায় সমস্যার সমাধান। এমন চটকদারও মিথ্যা বিজ্ঞাপনের বড় বড় সাইন বোর্ড ও বিজ্ঞাপন দিয়ে ভোক্তাদের সঙ্গে দীর্ঘ দিন ধরে প্রতারণা করছে রাজধানীর ফার্মগেটের ‘হেয়ার গ্যালারি বিডি’। মেয়াদউত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করে এ কাজে কাস্টমার ভেদে ৫ হাজার থেকে ২০ টাকা আদায় করতো তারা। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (৭ ডিসেম্বর) এক অভিযানে তাদের ৫০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই সঙ্গে বৈধ কাগজপত্র না থাকায় প্রতিষ্ঠানটিকে সাময়িক বন্ধের নির্দেশ দেওয়া হয়। এ অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাগফুর রহমান।
সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল বলেন, অভিযানে দেখা যায়, টাক মাথায় চুল প্রতিস্থাপনের নামে গাম বা আঠা দিয়ে পরচুলা বা নকল চুল লাগিয়ে দেওয়া হচ্ছে। যেসব নকল চুলের টুপি দেওয়া হয় সেগুলো রাজধানীর উত্তরার একটি কারখানা থেকে সংগ্রহ করা হয়। অথচ ক্রেতাদের কাছ থেকে বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের নাম বলে বেশি দাম আদায় করা হতো। মাথায় চুল লাগাতে যে গাম বা আঠা ব্যবহার করা হয় সেগুলো আসল না নকল তা বোঝার উপায় নেই। এমনকি ২০১৫ সালে মেয়াদোত্তীর্ণ আঠাসহ অন্যান্য উপকরণ ব্যবহার করছে।
এছাড়া প্রতিষ্ঠানটির কোনো ট্রেড লাইসেন্স নেই, চুল ক্রয়ের ভাউচার সংরক্ষণ করেনি, বিক্রির মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি। ক্রেতা ভেদে ৫ হাজার থেকে ২৫ হাজার টাকা নেওয়ার প্রমাণ পাওয়া যায়।
জেডএ/এএস