২ মোটরসাইকেলসহ চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার

রাজধানীর যাত্রাবাড়ী ও দোহার এলাকা থেকে ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোরচক্রের ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলিফ, মো. জাহিদুল ইসলাম জনি, মো. শহিদুল ইসলাম রনি ও সোলাইমান হোসেন রাব্বি।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) রাতে আলিফ ও জনিকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তথ্যানুযায়ী রনি ও রাব্বিকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৫ নভেম্বর) অভিযানে নেতৃত্ব দেওয়া ডিবি-ওয়ারী বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ডিএমপির গেন্ডারিয়া থানার একটি মোটরসাইকেল চুরি মামলা তদন্ত করতে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় যাত্রাবাড়ীর মীরহাজিরবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
কেএম/এসজি
