‘অনলাইনে যৌন হয়রানির শিকার ৬৪ শতাংশ কিশোরী’
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
ইন্টারনেট সম্পর্কে জ্ঞানের ঘাটতি ও সঠিক ব্যবহার না জানার ফলে দেশের ৬৪ শতাংশ কিশোরী অনলাইনে যৌন হয়রানির শিকার হচ্ছে বলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের এক গবেষণায় উঠে এসেছে।
শুক্রবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘শিশু স্বাস্থ্য: বিকাশ ও সুরক্ষা’ শীর্ষক এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গবেষণা তথ্যমতে গত বছর শহর ও গ্রামের ৪৫৬ শিক্ষার্থীর (নবম ও দশম শ্রেণি) উপর পরিচালিত এ গবেষণায় দেখা গেছে, ৫৬ শতাংশ কিশোর এবং ৬৪ শতাংশ কিশোরী ইন্টারনেটের মাধ্যমে যৌন নির্যাতনের শিকার হয়েছে। শহরে শিশুদের মধ্যে এ নির্যাতনের ঘটনা গ্রামীণ শিশুদের চেয়ে দেড় গুণ বেশি।
গবেষণায় দেখা যায়, দেশের প্রায় ৩৩ শতাংশ শিশু ইন্টারনেট ব্যবহার করে। তাদের মধ্যে কমপক্ষে একটি, দুটি বা তিনটি সাইবার অপরাধের প্রবণতা ছিল যথাক্রমে ৫৯, ৩৮ ও ২৬ শতাংশ। সাইবার অপরাধের মধ্যে উৎপীড়ন, উপহাস, গুজব কিংবা অপমান ৩৫, অসৎ উদ্দেশ্যে বেনামে যোগাযোগ ২৯, যৌন নিপীড়নমূলক বার্তা কিংবা মন্তব্য ১১ এবং যৌনতাপূর্ণ ছবি বা ভিডিওর শিকার হয়েছে ১৭ শতাংশ।
ওই গবেষণায় বলা হয়, ১৬ বছরের কম বয়সীরা মোবাইল ফোন ব্যবহার করলে অজান্তেই তারা অনেক অপরাধে জড়িয়ে পড়ে। তাই তাদের হাতে মোবাইল ফোন দেওয়া ঠিক না।
কেএম/এসজি
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)