ছেলে হত্যার বিচার নিয়ে দুশ্চিন্তায় ফারদিনের বাবা!
![](https://admin.dhakaprokash24.com/logo/placeholder.jpg)
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশের বাবা কাজী নূর উদ্দিন রানা বলেছেন, ‘আমি ছেলে হত্যার বিচার চাই। কিন্তু এই হত্যা নিয়ে আমরা যেন মিডিয়া বা অন্যভাবে ট্রায়ালের শিকার না হই। এমনিতেই এই হত্যার বিচার আমরা পাব কি না সেটা নিয়ে দুশ্চিন্তায় দিন যাচ্ছে।’
তিনি বলেন, দয়া করে এই ঘটনাটি যাতে কেউ ভিন্ন খাতে প্রবাহিত না করে, সেজন্য বিশেষ অনুরোধ। আমি একজন পিতা হয়ে যেন আমার ছেলের হত্যার বিচার পাই। কিন্তু এই হত্যার বিচার নিয়ে অনেকটা ধোঁয়াশা তৈরি হয়েছে।
বুধবার (১৬ নভেম্বর) রাতে ঢাকাপ্রকাশের এক প্রশ্নের জবাবে তিনি এসব অভিযোগ করেন।
ফারদিনের বাবা নূর উদ্দিন বলেন, বেশ কয়েকদিন পার হয়ে গেছে ফারদিন হত্যার। কিন্তু এই ঘটনায় কোনো আসামি গ্রেপ্তার করা হয়নি এবং তদন্তকারী কোনো কর্মকর্তারা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি বা সন্তোষজনক কোনো কথাও বলেনি।
তিনি বলেন, আমরা ছেলে হত্যার বিচার নিয়ে দুশ্চিন্তায় রয়েছি। তার কারণ হলো এই ঘটনা বিভিন্ন মিডিয়াতে এক এক রকম আসছে। সব কিছু মিলিয়ে আমরা ভালো নেই। কবে নাগাদ আসামিদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করবে?
তিনি বলেন, ফারদিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা হলো মোহাম্মদ গোলাম মউলা। তিনিও আমাদের সঙ্গে যোগাযোগ করছেন না। এই ঘটনার তদন্তের তেমন অগ্রগতি দেখছি না। পুলিশ-র্যাব ভালো মন্দ কোনোটিই বলছে না। আমাদের দাবি হলো অবিলম্বে এই হত্যা মামলার রহস্য উন্মোচন করা হোক। দেশবাসী জানুক আসল ঘটনা কি বা কারা অপরাধী।
এ বিষয়ে জানতে চাইলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ফারদিনের সঙ্গে নারীঘটিত এবং মাদকের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করছি। হত্যার সঙ্গে যারা যুক্ত আছে আমরা ইতোমধ্যে তাদের আমরা শনাক্ত করেছি। সবকিছু নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানাব।
জানতে চাইলে ডিবি পুলিশের প্রধান মো. হারুন অর রশীদ ঢাকা প্রকাশ-কে মুঠো ফোনে বলেন, আমরা এই হত্যাকাণ্ড বিশেষ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। এখনো এই হত্যার মোটিভ সম্পর্কে তেমন কিছু নিশ্চিত হওয়া যায়নি। সময় হলে সব জানানো হবে।
কেএম/এসএন
![Header Ad](https://admin.dhakaprokash24.com/images/single-post-anniversary.jpeg)