জঙ্গিবাদের উদ্দেশ্যে নিরুদ্দেশ ৫৫ তরুণের তালিকা প্রকাশ
জঙ্গিবাদে উদ্বুদ্ধ হয়ে দেশের ১৯ জেলা থেকে নিরুদ্দেশ ৫৫ তরুণের নামের তালিকা প্রকাশ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের মধ্যে ৩৮ জন তরুণের নাম-পরিচয় শনাক্ত করা হয়েছে। নিখোঁজ এসব তরুণদের খুঁজে না পাওয়া পর্যন্ত বড় নিরাপত্তা হুমকি রয়েছে বলে মন্তব্য করেছেন র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। এর আগে মঙ্গলবার (৮ নভেম্বর) নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অন্যতম অর্থ সরবরাহকারী দুই সদস্যসহ মোট তিনজনকে গ্রেপ্তার করে র্যাব।
তিনি বলেন, মঙ্গলবার নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকা থেকে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র অন্যতম অর্থ সরবরাহকারী আব্দুল হাদি ওরফে সুমন ওরফে জন ও আবু সাঈদ ওরফে শের মোহাম্মদ এবং দাওয়াতি কার্যক্রমে জড়িত মো. রনি মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ করা হয় তিনটি উগ্রবাদী বই, নয়টি লিফলেট ও দুটি ব্যাগ।
কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আমরা যে ৫৫ জনের তালিকা দিয়েছি, এর মধ্যে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের দুটি ক্যাম্পে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদসহ ১০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়। ঘরছাড়া ৫৫ তরুণ একসঙ্গে থাকার কথা নয়, তারা বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে বলে ধারণা করা হচ্ছে। আমাদের অভিযানের ব্যাপারটি বুঝতে পেরে হয়তো তারা দুটি ক্যাম্প থেকে আত্মগোপনে চলে যায়।
র্যাবের গোয়েন্দা প্রকাশিত তালিকায় নারায়ণগঞ্জের আবু বক্কর ওরফে রিয়াসাদ রাইয়ানের নাম রয়েছে। গত মার্চে নিরুদ্দেশ হন আবু বক্কর। র্যাব জানায়, তথাকথিত হিজরতের নামে প্রশিক্ষণের উদ্দেশ্যে জঙ্গিদের কাছে পাঠিয়েছিলেন তার মা আম্বিয়া সুলতানা ওরফে এমিলি। পরে গত ৫ নভেম্বর আবু বক্করের মা আম্বিয়া সুলতানাকে উদ্ধার করে পরিবারের সান্নিধ্যে ডি-রেডিকালাইজেশনের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার প্রক্রিয়ার মধ্যে রাখা হয়।
খন্দকার আল মঈন বলেন, আম্বিয়া সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী রনিকে গ্রেপ্তার করা হয়।
কেএম/এসএন