মানব পাচারকারী চক্রের সদস্য গ্রেপ্তার
চাকরির প্রলোভন দেখিয়ে গ্রিসে মানব পাচারকারী চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিট। সোমবার (৭ নভেম্বর) মো. ছালাউদ্দিন (৪১) নামে মানব পাচারকারী চক্রের ওই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (৮ নভেম্বর) সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এসব তথ্য জানিয়েছেন।
এ বিষয়ে সিআইডির মানব পাচার অপরাধ দমন ইউনিটের এসআই আব্দুস সামাদ মোল্লার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ এক অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান বলেন, গ্রেপ্তারকৃত আসামি মানব পাচারকারী দলের সদস্য। গ্রেপ্তারকৃত ছালাউদ্দিন অন্য আসামিদের সহায়তায় ৬ ভুক্তভোগীকে উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে গ্রিসে পাঠানোর আশ্বাস দেয়। ভুক্তভোগীরা আসামির কথায় প্রলুব্ধ হয় এবং তাদের কাছ থেকে আসামি ৩৭ লাখ ৫০ হাজার টাকা প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
কেএম/এসজি