ভিজিট ভিসায় দুবাই পাঠানো চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২
রাজধানীর ডেমরা এলাকা থেকে ভিজিট ভিসার মাধ্যমে সংযুক্ত আরব আমিরাত মানব পাচারকারী চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৩। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কবির চৌধুরী (৩৮) এবং সহযোগী মো. ইমরান হোসেন (৩৩)।
সোমবার (১৭ অক্টোবর) দিবাগত রাত আড়াইটায় তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৮ অক্টোবর) র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতদের জনশক্তি রপ্তানির কোনা লাইসেন্স নেই। তারা সংযুক্ত আরব আমিরাতে ফাইভ ষ্টার হোটেলে উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ লোভনীয় কথাবার্তা বলে প্রতারণামূলকভাবে একজন ভিকটিমের কাছ থেকে লাখেরও বেশি টাকা হাতিয়ে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে পাঠান।
অধিনায়ক আরও বলেন, গ্রেপ্তারকৃতদের সহযোগীরা সংযুক্ত আরব আমিরাতে ভিকটিমদের পাসপোর্ট ও ভিসা নিয়ে একটি রুমে আটক করে রাখে। পরে ভিকটিমদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে এবং চাকরির জন্য আরো টাকা দাবি করে।
চাহিদা অনুযায়ী টাকা পাওয়ার পর তাদের মোবাইল ফোন বন্ধ করে দেয়। ভিকটিমের পরিবার যোগাযোগ করলে চক্রের সদস্যরা তখন বিভিন্ন তালবাহানা শুরু করে এবং ভিকটিমকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে থাকে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
কেএম/এএস