এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের ২ সদস্য গ্রেপ্তার

রাজধানীর উত্তরা পূর্ব থানার আজমপুর এলাকায় অভিযান চালিয়ে মাধ্যমিক পরীক্ষার ভুয়া প্রশ্নফাঁস চক্রের সদস্য মনজির আহমেদ মিশু ওরফে মাসুম মোল্লা (২২) ও মো. শমেস আহমেদ ওরফে সাব্বিরকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, এই চক্রটি প্রার্থীদের এসএসসি পরীক্ষার প্রশ্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করে আসছিল। অভিযুক্তদের তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
শনিবার (১ অক্টোবর) এসব তথ্য জানান গোয়েন্দা লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের সহকারী পুলিশ কমিশনার (এসি) মধুসূদন দাস।
পুলিশ জানিয়েছে, তারা দুজনেই এসএসসি পাস। কয়েক বছর আগে তারা ফেসবুক গ্রুপ থেকে ভুয়া প্রশ্নপত্র কিনে এসএসসি পরীক্ষা দেন। ভুয়া প্রশ্নপত্র কিনে টাকা খুইয়ে নিজেরাই এই প্রতারণাকে পেশা হিসেবে বেছে নেন।
সহকারী পুলিশ কমিশনার মধুসূদন দাস বলেন, এর আগে চক্রের সদস্যরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। টাকার বিনিময়ে প্রশ্ন পেতে ছাত্রদের পাশাপাশি অভিভাবকরাও যোগাযোগ করত।
তিনি বলেন, চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র লাগবে কি না জানতে চেয়ে ফেসবুক পেজ ও গ্রুপে একটি পোস্ট দেওয়া হয়েছিল। সেখানে প্রশ্নপত্র নিতে আগ্রহীদের ইনবক্সে যোগাযোগ করতে বলা হয়।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএস
