তারা ৪ বোন, করেন জেলায় জেলায় চুরি

আবাসিক বাসা থেকে চুরি করার অভিযোগে চার নারীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা। পুলিশ জানায়, উত্তরা ১২ নম্বর সেক্টরের একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পরস্পর বোন। তাদের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায়। কিন্তু তারা বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে চুরি করে। এর আগেও তারা গ্রেপ্তার হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মোসা. আকলিমা খাতুন (২২), মুন্নি আক্তার (২০), তামান্না আক্তার (২২) এবং পিয়ারা খাতুন (২৫)। তন্মধ্যে মুন্নি ও তামান্না আপন বোন। বাকি দুইজন তাদের চাচাতো ও ফুফাতো বোন।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) উত্তরা পশ্চিম থানা (ওসি) মোহাম্মদ মহসীন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত চারজন বিভিন্ন জেলায় ঘুরেন। তারা বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ খোঁজার বাহানায় ঢুকে। এরপর সুযোগ বুঝে চুরি করে পালিয়ে যায়। যেহেতু চুরি করেই তারা অন্য জেলায় পালিয়ে যায়, তাই তাদের শনাক্ত করতে বেশ বেগ পেতে হয়। আজ সকালে তারা উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টরের একটি বাসায় চুরি করতে গেলে হাতেনাতে তাদের গ্রেপ্তার করা হয়।
ওসি আরও বলেন, এর আগেও তারা মিরপুরে চুরি করতে গিয়ে আটক হয়। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে।
কেএম/আরএ/
