জিএমজির সাবেক পরিচালকের বাসা থেকে মূর্তি-মাদক উদ্ধার
রাজধানী বনানীতে জিএমজি এয়ারলাইনসের সাবেক পরিচালক ও সামাহ রাজর ব্লেডের পরিচালক সেলিম সাত্তারের বাসায় অভিযান চালিয়ে বেশকিছু মূর্তিসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তর।
রবিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদদপ্তরের উপপরিচালক রাশেদুজ্জামান বলেন, ভবনটির আটতলার একটি ফ্ল্যাটে মাদক কেনাবেচা চলছিল। সেই তথ্যের ভিত্তিতে সেলিম সাত্তরের বাসায় অভিযান চালায় তারা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সেলিম সাত্তার বাংলাদেশ ও সুইজারল্যান্ডের নাগরিক। বিভিন্ন সময় বিদেশি অবৈধ মাদক আনতেন তিনি।
তিনি বলেন, বাসায় একটি মিনি বারের সন্ধানও পেয়েছে সংস্থাটি। এ ছাড়া ফ্ল্যাটের বিভিন্ন কক্ষ থেকে বেশকিছু সংখ্যক মূর্তি উদ্ধার হয়েছে। তবে সেগুলো প্রত্নতাত্ত্বিক নিদর্শন কি না সেটিও তদন্ত করা হচ্ছে। ফ্ল্যাটটিতে নিয়মিত কারা যাতায়াত করত সেটি খতিয়ে দেখার কথা জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।
কেএম/এসএন