‘দেড় হাজার ছিনতাই করেছেন রুবেল’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণকারী মো. শাকিল আহম্মেদ রুবেল এ পর্যন্ত ১ হাজার ৫০০ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ছিনতাইয়ের জন্য মূলত বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রীদের টার্গেট করতেন তিনি।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি প্রধান) মোহাম্মদ হারুন অর রশীদ।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে অপহরণ করে ছিনতাইয়ের ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ। গ্রেপ্তাররা হলেন- মো. শাকিল আহম্মেদ রুবেল, মো. আকাশ শেখ, দেলোয়ার হোসেন ও মো. হাবিবুর রহমান।
পুলিশ জানায়, রাজধানীর কল্যাণপুর থেকে অপহরণের ঘটনায় মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের সবাই ছিনতাইকারী। আসামিদের মধ্যে রুবেল এ পর্যন্ত ১ হাজার ৫০০ ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ছাড়া ছিনতাইয়ের পাশাপাশি তিনি নারীদের সঙ্গে অশালীন আচরণও করতেন। রুবেলের মূল টার্গেট ছিল বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রীরা।
তিনি বলেন, গ্রেপ্তারের সময় আসামিদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ওয়ারলেস সেট, দুটি পুলিশ স্টিকারযুক্ত মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
কেএম/এসএন
