টিপু হত্যার মামলা থেকে চার নাম বাদ দিতে হুমকি
রাজধানীর শাহজাহানপুরে সন্ত্রাসীদের গুলিতে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুর হত্যার ঘটনায় মামলার পর থেকেই ফোনে হুমকি পাচ্ছেন তার স্ত্রী ফারজানা ইসলাম ডলি।
এজন্য তিনি শাহজাহানপুর থানায় একটি সাধারণ ডাইয়েরী করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) শাহজাহানপুর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন এসব তথ্য নিচ্শিত করেছেন।
ওসি বলেন, সম্প্রতি তাকে একটি নম্বর থেকে ফোন দিয়ে বলা হয় মামলার চার্জশিট থেকে চারটি নাম বাদ দিতে।
হুমকি পেয়ে সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ডলি বলেন, শুক্রবার সন্ধ্যায় শাহজাহানপুর থানায় একটি জিডি করেছি। ওই জিডিতে তিনি উল্লেখ্য করেন, গত মাসেও অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোন করে মামলার চার্জশিট থেকে চারটি নাম বাদ দিতে হুমকি দেন। এরপর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছি।
ডলির ব্যক্তিগত ফোনে কল করে যে চারটি নাম বাদ দিতে বলা হয় তারা হলন- সাগর, সোহেল শাহরিয়ার, মুনসুর ও আশরাফ তালুকদার।
ডলি বলেন, ‘ফোনে হুমকির ঘটনায় থানায় জিডি করেছি। বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। আগের জিডির বিষয়েও জানানো হয়। তবে ফোনে হুমকির বিষয়ে গোয়েন্দাদের পক্ষ থেকে আশ্বস্ত করা হলেও কোনো অগ্রগতি দেখছি না।’
এর আগেও একটি জিডি করেছিলেন টিপুর স্ত্রী। এ ছাড়া হুমকি পেয়ে টিপুর অনুসারীরা আরও তিনটি জিডি করেন মতিঝিল থানায়।
প্রসঙ্গত, গত ২৪ মার্চ রাতে রাজধানীর শাহজাহানপুর আমতলা এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু। ওই সময় তার গাড়ির পাশেই থাকা রিকশারোহী শিক্ষার্থী প্রীতি নামের আরও একজন নিহত হন। ওই ঘটনায় আহত হন টিপুর গাড়িচালক।
কেএম/এমএমএ/