নিম্নমানের খাবার নিয়ে প্রতিবাদ, নিজ কর্মীকে পেটাল ছাত্রলীগ
ক্যানটিনে নিম্নমানের খাবার পরিবেশনের বিরুদ্ধে প্রতিবাদ করায় ঢাকা কলেজ ছাত্রলীগের এক গ্রুপের হামলায় আহত হওয়ার অভিযোগ তুলেছেন ছাত্রলীগেরই এক কর্মী। আহত শাহরিয়ার হাসনাত জিওন ওই কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
জিওনের অভিযোগ, কাওসার হাসানের নির্দেশে অন্তত ৩০ ছাত্রলীগ কর্মী এই হামলা করেছে। এদিকে জিওনের অভিযোগ অস্বীকার করে কাওসার হাসান বলেন, জিওন ক্যানটিন থেকে চাঁদা চাইলে শিক্ষার্থীদের হামলার শিকার হয়।
ঢাকা কলেজ সূত্রে জানা গেছে, কলেজ কর্তৃপক্ষের কাছ থেকে বন্ধুদের সঙ্গে যৌথভাবে ক্যানটিনের লিজ নেন কাওসার।
জিওন জানান, রাতের খাওয়া শেষ করে নিউমার্কেট সিটি কমপ্লেক্সের সামনে চায়ের দোকানে বসে ছিলেন তিনি। সেসময় ছাত্রলীগের একটি গ্রুপ রড, হকিস্টিক ও ছুরি নিয়ে তার উপর হামলা চালায়।
তিনি আরও জানান, ক্যানটিনে নিম্নমানের খাবার পরিবেশন করা হয় এমন অভিযোগ পেয়ে তিনি সেখানে যান। গিয়ে দেখেন সেই খাবারের আবার বেশি দাম নেওয়া হচ্ছে। এ কারণে তিনি ম্যানেজারকে আপাতত ক্যানটিন বন্ধ রাখতে বলেন। তারপর প্রশাসনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করে ক্যানটিন খুলে দেওয়া হবে বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ বলেন, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। কেউ অভিযোগ করলে সেটি আমলে নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব।
কেএম/এসজি