সানজানার আত্মহত্যার প্ররোচনার মামলায় বাবা গ্রেপ্তার
রাজধানীর দক্ষিণখানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত সানজানার আত্মহত্যার প্ররোচনার মামলায় অভিযুক্ত বাবাকে ময়মনসিংহের গফরগাঁও থেকে গ্রেপ্তার করেছে র্যাব।
বুধবার (৩১ আগস্ট) র্যাব মিডিয়া সেন্টারের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাবের নজরদারি বাড়িয়ে বিশেষ এক অভিযান চালিয়ে করে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২৭ আগস্ট দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন সানজানা। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে বিকালে তিনি মারা যান।
পুলিশ জানায়, মারা যাওয়ার আগে ওই ছাত্রী একটি চিরকুট লিখে যান। সেখানে তিনি তার বাবাকে ‘পশু ও রেপিস্ট’ বলে উল্লেখ করেছেন। সানজানা ব্র্যাক ইউনিভার্সিটির তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
তিনি আরও বলেন, নিহত শিক্ষার্থী সানজানার বাবা শাহীন আলম গত পাঁচ বছর আগে তাদের না জানিয়ে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় বিয়ের বিষয়টি জানাননি হলে দুই পরিবারের মধ্যে টানাপড়েন শুরু হয়। এরপর সানজানার মা দুই মাস আগে সানজানার বাবাকে ডিভোর্স দেন। এজন্য তার বাবা বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফিসহ আনুসঙ্গিক খরচাদি দিতেন না বলে জানা গেছে।
মেয়েটির মানসিক সমস্যা ছিল উল্লেখ করে ওসি বলেন, ‘তার কিছু প্রেসক্রিপশন পেয়েছি। মার্চেও মানসিক রোগের জন্য তিনি চিকিৎসা নিয়েছিলেন। তাতে তার আত্মহত্যার প্রবণতা আছে বলে দেখা গেছে।’
আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে গেছেন ওই ছাত্রী। চিরকুটটি উদ্ধার করেছে পুলিশ। চিরকুটে লেখা রয়েছে, ‘আমার মৃত্যুর জন্য আমার বাবা দায়ী। একটা ঘরে পশুর সঙ্গে থাকা যায়। কিন্তু অমানুষের সঙ্গে না। একজন অত্যাচারী রেপিস্ট যে কাজের মেয়েকেও ছাড়ে নাই। আমি তার করুণ ভাগ্যের সূচনা’।
এসএন/এসএন