অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি, ৩ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা
রাজধানীর উত্তরখান থানা এলাকায় অনুমোদন ছাড়া ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক, বিস্কুট, চিপস্, ফাস্টফুড ও চকলেট তৈরির অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে আট লাখ টাকা জরিমানা করেছেন র্যাব-১ এর ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মোমেন এ তথ্য জানান।
সোমবার (২৯ আগস্ট) বিকাল থেকে রাত পর্যন্ত উত্তরখান থানার কুড়িপাড়া, মাস্টার পাড়া, কাজীবাজার চাঁনপাড়া এলাকায় বেকারি, চিপস্ ও চকলেট তৈরির প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে।
আব্দুল্লাহ আল মোমেন বলেন, এ সময় র্যাব ফোর্সেস সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম ও বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধি শরিফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
তিনি বলেন, এসময় ক্রাপ প্রোডাক্টসের মো. মোফাজ্জল হোসেনকে ৭৫ হাজার টাকা, মো. রমজান আলীকে ৭৫ হাজার টাকা, আরিফুল ইসলামকে ৭৫ হাজার টাকা, খায়রুল আলমকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, শুকরিয়া বেকারির মো. সিরাজকে ৫০ হাজার টাকা, দীন ইসলামকে ৫০ হাজার টাকা, লালন মিয়াকে ৫০, হাজার টাকা ও আ. খালেককে ৫০ হাজার টাকা; টপস চিপস বিডি লিমিটডের মোস্তাফিজুর রহমান হিরনকে ১ লাখ টাকা, মাহমুদ শরীফকে ১ লাখ টাকা ও মো. আরিফুর রহমানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
কেএম/টিটি