চিরকুট লিখে শিক্ষার্থীর আত্মহত্যা: বাবাকে ধরতে তৎপর পুলিশ

রাজধানীর দক্ষিণখানে ১০তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজানা মোসাদ্দিকার (২২) মৃত্যুর ঘটনায় ওই শিক্ষার্থীর বাবাকে ধরতে কাজ করছে থানা পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) থানা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা এ সব তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রবিবার (২৮ আগস্ট) রাতে সানজানার বাবা শাহীন আলমের (৪৮) বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দক্ষিণখান থানায় মামলা করেন মা উম্মে সালমা। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছেন মামলার আসামি শাহীন আলম।
দক্ষিণখান থানার ওসি মামুনুর রহমান বলেন, ‘মামলায় ওই শিক্ষার্থীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়েছে। তিনি একজন রেন্ট-এ-কার (গাড়ি ভাড়া দেওয়া) ব্যবসায়ী। পাঁচ বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু বিষয়টি গোপন রেখেছিলেন। এটি জানাজানি হলে দুই মাস আগে উম্মে সালমার সঙ্গে তার ডিভোর্স হয়।’
এদিকে এটিকে 'আত্মহত্যা নয়, হত্যা' বলে দাবি করেছেন সানজানার সহপাঠীরা। তাদের অভিযোগ, ১০তলা থেকে পড়ে গেলে তার রক্তপাত হওয়ার কথা, শরীর থেঁতলে যাওয়ার কথা। কিন্তু সানজানার মরদেহে তেমন কিছু দেখা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, 'অনেকে এটাকে হত্যাকাণ্ড হিসেবে সন্দেহ করছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। তবে এখনো হত্যার কোনো সূত্র খুঁজে পাওয়া যায়নি।'
আরও পড়ুন>>>
চিরকুটে বাবাকে ‘রেপিস্ট’ লিখে মেয়ের আত্মহত্যা
কেএম/আরএ/
