লরি চাপায় পুলিশ সদস্যের মৃত্যু, চালক গ্রেপ্তার

ঢাকার উত্তরায় লরি চাপায় নিহত হন ট্রাফিক পুলিশ কনস্টেবল কাজী মাসুদ ও বাস কাউন্টার কর্মচারী জাহাঙ্গীর আলম। এই ঘটনার প্রধান আসামি আব্দুল আল আজাদকে (২৩) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা পশ্চিম থানা (ওসি) মোহাম্মদ মহসীন এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আজ সকালে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ থানার চর ফকিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লরি চাপা দিয়ে তিনি শ্বশুর বাড়িতে লুকিয়ে ছিলেন।
ওসি বলেন, গত ২৮ আগস্ট রাতে বেপরোয়াভাবে লরি চালানোর সময় দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল কাজী মাসুদ ও বাস কাউন্টার কর্মচারী জাহাঙ্গীর আলমকে চাপা দিয়ে পালিয়ে যান লরিচালক আব্দুল আল আজাদ। এতে ঘটনাস্থলেই মারা যান কনস্টেবল মাসুদ। চিকিৎসাধীন অবস্থায় পরদিন মারা যান জাহাঙ্গীর আলম। এ ঘটনায় নিহত কনস্টেবলের স্ত্রী রিমি আক্তার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
তিনি বলেন, ড্রাইভার আজাদ ভারী যান চালালেও তার লাইসেন্স আছে হালকা যান চালানোর। আব্দুল্লাহপুর পুলিশকে লরি চাপা দেওয়ার পর তিনি লরি ফেলে পালিয়ে শ্বশুর বাড়ি পালিয়ে চলে যান। সেখানে খাটের নিচ থেকে বের করে তাকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল। চাপা দেওয়া সেই লরিটিও জব্দ করা হয়েছে।
কেএম/আরএ/
