ঢাকাপ্রকাশে সংবাদ প্রকাশ: পাসপোর্ট অফিসের ৩ দালাল গ্রেপ্তার

পাসপোর্ট অফিসের বিভিন্ন অনিয়ম নিয়ে ঢাকাপ্রকাশ-এ একাধিক সংবাদ প্রকাশের পর দালাল চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ আগস্ট) বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ঢাকাপ্রকাশ-কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
পাসপোর্ট অফিসের দায়িত্বশীল একটি সূত্র জানায়, দালালচক্র নিয়ে ঢাকাপ্রকাশ-এ ধারাবাহিক কয়েকটি সংবাদ প্রকাশিত হয়। এরপর এসব সংবাদের ভিত্তিতে নামধারী দালাল চক্রের সদস্যদের ধরতে অভিযানে নামে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ ও শেরেবাংলা থানা পুলিশ। অভিযানে দালাল চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া ঢাকাপ্রকাশ-কে বলেন, বুধবার থানা পুলিশের বিশেষ এক অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা সবাই দালাল চক্রের সদস্য। বিভিন্নভাবে মানুষের কাছ থেকে তারা টাকা আত্মসাৎ করে প্রতারণা করে আসছিল বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতারণার বিষয়টি স্বীকার করেছে তারা।
তালা দেওয়া তারিখ টাকায় খোলে!
দোকানে দোকানে দালাল!
‘৫-১০ লাখ টাকায় মানুষরে ডিলিট করিয়ে দিচ্ছে’
৫ মিনিটেই মেলে পাসপোর্ট!
কেএম/এসজি/
