সহযোগিতার নামে অনুদানের অর্থ আত্মসাৎ, গ্রেপ্তার ২
বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সহযোগিতার নামে অনুদানের অর্থ আত্মসাতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
রবিবার (২১ আগস্ট) রাজধানীর মালিবাগে সিআইডি হেডকোয়ার্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ এ তথ্য জানান।
এর আগে শনিবার (২০ আগস্ট) মাদারীপুরের শিবচর থানার দত্তপাড়ার সূর্যনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে চারটি মোবাইল ও কয়েকটি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন— ইসমাঈল মাতুব্বর ওরফে আসিফ ইকবাল ও সাদ্দাম হোসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছেন, সরকারি কর্মচারী কল্যাণ বোর্ড থেকে অনুদানের দেড় কোটি টাকার বেশি আত্মসাৎ করেছেন তারা।
বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, কর্মচারী কল্যাণ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে আর্থিক সহায়তা পেতে সহযোগিতার নামে বিভিন্ন ব্যাংকের ডেবিট, ক্রেডিট (ভিসা/মাস্টার) কার্ডের তথ্য সংগ্রহ করত তারা। এগুলো ব্যবহার করে প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করে এ সংঘবদ্ধ প্রতারক চক্র।
তিনি বলেন, কর্মচারী কল্যাণ বোর্ড থেকে কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের সাধারণ চিকিৎসা, জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা, শিক্ষাবৃত্তি, যৌথবিমা ও দাফনের জন্য অনুদানের অর্থ আবেদনকারীদের ব্যাংক হিসাবে ইএফটির মাধ্যমে প্রেরণ করা হয়। এ ইএফটির তালিকা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
পুলিশ সুপার রেজাউল মাসুদ বলেন, প্রতারক চক্র ওয়েবসাইট থেকে ইএফটির তালিকার তথ্য ব্যবহার করে বিভিন্ন মোবাইল নম্বরের মাধ্যমে বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী পরিচয় দিয়ে আবেদনকারীর কাছ থেকে তাদের ব্যাংকের ডেবিট, ক্রেডিট (মাস্টার/ভিসা) কার্ড নম্বর, সিভিসি, সিভিভি নম্বর সুকৌশলে নিয়ে নিতেন। পরে তা ব্যবহার করে টাকা হাতিয়ে নিতেন।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
কেএম/আরএ/