ওষুধের আড়ালে মাদক বিক্রয়, অবশেষে ধরা
ওষুধ বিক্রয়ের আড়ালে মাদক বিক্রয়ের অভিযোগে রাজধানীর উত্তরা থেকে মো. শাহেদ হোসেন রানা (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার রানা রাজধানীর ওয়ারী থানার উত্তর মৈশুন্ডি এলাকার মো. নাজিম উদ্দিনের ছেলে। শনিবার (২০ আগস্ট) উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোহসীন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, এর আগে একাধিকবার কারাগারে গেলেও প্রতিবারই তার মা তাকে জামিনে ছাড়িয়ে আনেন। মাত্র দুই মাস আগেই কারাগার থেকে ছাড়া পান রানা। তার মা তার জামিনের ব্যবস্থা করে তাকে বের করেন। এই মাদক নিয়ে ক্রেতাদের কাছে যাচ্ছিলেন তিনি। পুলিশ মাদকের বিষয়টি নিশ্চিত হয়ে তাকে গ্রেপ্তার করে।
ওসি মোহাম্মদ মোহসীন বলেন, উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর পুলিশ বক্সের পাশে নির্মাণাধীন ফ্লাইওভারের নিচ থেকে শাহেদ হোসেন রানাকে গ্রেপ্তার করা হয়। তার কাছে থাকা মাদককে তিনি প্রথমে বুপ্রেনরফিন ওষুধ বলে দাবি করেন। কিন্তু পুলিশ মাদকের বিষয়টি নিশ্চিত হয়।
রানা একজন পেশাদার মাদক কারবারি। নগরীর বিভিন্ন থানায় তার বিরুদ্ধে মাদক আইনে চারটি মামলা রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।
কেএম/এএস