হাতিরঝিল থানায় আসামির আত্মহত্যা, স্বজনদের বিক্ষোভ
রাজধানীর হাতিরঝিল থানায় পুলিশ হেফাজতে থাকা রুম্মন শেখ (২৭) নামে চুরির মামলার এক আসামির মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করেছেন।
এ ঘটনায় শনিবার (২০ আগস্ট) বিকালের দিকে থানার সামনে বিক্ষোভ করেন নিহতের স্বজনরা। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহতের মৃত্যুর বিষয়ে তার স্বজন মো. সোহেল আহমেদ বলেন, শুক্রবার দুপুরে একটি চুরির মামলায় রুম্মনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ আমরা জানতে পারি, রুম্মন থানার ভেতরে মারা গেছে।
তিনি আরও বলেন, রুম্মন থানায় আত্মহত্যা করেছে এমন একটি সিসিটিভি ফুটেজ পুলিশ আমাদের দেখিয়েছে। সেখানে দেখা যায়, রাত সাড়ে ৩টার দিকে সুমন তার পরিহিত ট্রাউজার দিয়ে থানার গ্রিলের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করছে। আমাদের প্রশ্ন, থানায় পুলিশের হেফাজতে একজন লোক কীভাবে আত্মহত্যা করে? পুলিশ তখন কী করছিল?
হাতিরঝিল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ ঢাকাপ্রকাশ-কে বলেন, আসামি রুম্মন আত্মহত্যা করেছে। আমাদের কাছে ভিডিও ফুটেজ আছে। হত্যার কোনো সুযোগ নেই। থানায় হত্যা সম্ভব নয়। সব জায়গায় সিসিটিভি আছে।
জানা যায়, রামপুরায় পরিবারের সঙ্গে বসবাস করতেন রুম্মন। শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে টাকা চুরির মামলায় রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
এএইচ/কেএম/এসজি/