৮ বছর আত্মগোপনের পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

৮ বছর আত্মগোপনে থাকার পর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মবজেলকে গ্রেপ্তার করেছে র্যাব। মানিকগঞ্জের হরিরামপুরের চাঞ্চল্যকর হালিম খান হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তিনি।
র্যাব-৪ গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ আগস্ট) ধামরাইয়ের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা।
শুক্রবার (১৯ আগস্ট) দুপুরে র্যাব মিডিয়া সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৪ এর ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক।
ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, হত্যার শিকার হালিম খান মানিকগঞ্জ সদর ও হরিরামপুর এলাকায় ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। ঘটনার দিন মবজেলসহ অন্য তিন আসামির সঙ্গে মোটরসাইকেলের ভাড়া নিয়ে হালিমের কথাকাটাকাটি ও মারামারি হয়। এর জের ধরে হালিমকে হত্যার পরিকল্পনা করেন তারা।
তিনি আরও বলেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী মবজেল ও ছমির মানিকগঞ্জ সদরের বলড়া এলাকা থেকে হরিরামপুর উপজেলায় ওয়াজ-মাহ্ফিলে যাওয়ার কথা বলে হালিমের মোটরসাইকেল ভাড়া করেন। এরপর ওয়াজ মাহফিল শুনে হালিমের মোটরসাইকেলে বাড়ির উদ্দেশে রওনা দেন। হরিরামপুর সদর থানা থেকে কিছুদূর আসার পর অন্য আসামিরা পথ রোধ করে হালিমের মোটরসাইকেল থামায়। এরপর হালিমের মুখ চেপে ধরে তাকে ধরে পদ্মা নদীর চরে নিয়ে যায় এবং হালিমের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।
ডিআইজি মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এ ঘটনায় হালিমের স্ত্রী ফরিদা হরিরামপুর থানায় হাজির হয়ে একটি সাধারণ ডায়েরি করেন। এরপর ছমিরের গ্রেপ্তারের পর তার স্বীকারোক্তিতে হত্যার তথ্য বেরিয়ে আসে। পরে ফরিদা বাদী হয়ে আসামি মবজেলসহ চারজনের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
কেএম/এসএন
