পান্থপথে হোটেলে নারী চিকিৎসককে হত্যা: অভিযুক্ত গ্রেপ্তার

নারী চিকিৎসককে গলা কেটে হত্যার ঘটনায় মো. রেজাউল করিম রেজা নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। র্যাব বলছে, চিকিৎসক হত্যায় মূল অভিযুক্ত রেজাউল।
বৃহস্পতিবার (১১ আগস্ট) রাতে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বলেন, সুনির্দিষ্ট অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আসামি রেজাউল করিমকে রাতেই ঢাকায় আনা হচ্ছে। আগামীকাল এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
এর আগে বুধবার রাতে রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে জান্নাতুল নাঈম সিদ্দীক নামে সদ্য এমবিবিএস পাস করা নারী চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্সে অধ্যয়নরত ছিলেন।
পুলিশ জানায়, সংবাদ পেয়ে বুধবার রাত সাড়ে ৯টার দিকে পান্থপথে ফ্যামিলি সার্ভিস অ্যাপার্টমেন্ট নামের একটি আবাসিক হোটেলের চতুর্থ তলার ৩০৫ নং কক্ষ থেকে ওই নারী চিকিৎসকের গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়। বিছানার উপর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
স্বামী-স্ত্রী পরিচয়ে রেজাউল করিম রেজা নামে এক ব্যক্তির সঙ্গে ওই হোটেলে উঠেছিলেন জান্নাতুল। পরে সুযোগ বুঝে জান্নাতুলকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় রেজাউল। এ ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।
কেএম/এসজি/
