ভারতে নারী পাচার চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

সিআইডির মানবপাচার প্রতিরোধ ইউনিট ভারতে নারী পাচারকারী চক্রের মূল হোতাসহ সহায়তাকারী ৪ জনকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (৯ আগস্ট) তাদেরকে গ্রেপ্তার করে। সিআইডির একটি বিশেষ টিম এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলো-রানা আহমেদ, মো. সুজন মিয়া, মো. সাহাবুদ্দীন এবং নাইমুর রহমান ওরফে শামীম ওরফে সাগর। তাদেরকে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা হতে গ্রেপ্তার করা হয়।
সিআইডি জানায়, আসামিদের সহায়তায় দুইজন ভিকটিম জরিনা (ছদ্দনাম) এবং শিউলি (ছদ্দনাম) নামে দুই সহোদর বোনকে বেশি বেতনের প্ররোচনায় ঝিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করে।
বুধবার (১০ আগস্ট) সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ (সিরিয়াস ক্রাইম) মো. নজরুল ইসলাম।
নজরুল ইসলাম বলেন, ভারতে অবস্থানরত অন্যান্য আসামিদের সহায়তায় ভিকটিমদের পতিতালয়ে বিক্রি করা হয়। সেখানে ভিকটিমরা যৌণ নির্যাতনের শিকার হন। পরবর্তী সময়ে যৌন পল্লী থেকে পালিয়ে ভারতীয় পুলিশের সহায়তা নেন তারা।
তিনি আরও বলেন, এরপর ভিকমটিমরা গত ২২ মার্চ বাংলাদেশে ফেরত আসেন। এ ঘটনায় একটি মামলা হয় এবং তারা আদালতে জবানবন্দিও দেন।
গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা তদন্তাধীন রয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান সিআইডির এই কর্মকর্তা।
কেএম/এমএমএ/
