কচুক্ষেতে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর কচুক্ষেতের রজনীগন্ধা মার্কেটে স্বর্ণের দোকানে চুরির ঘটনায় স্বর্ণালংকার উদ্ধারসহ দুই জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর রূপনগর থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- মো. আলাউদ্দিন ও মো. শাহজালাল।
রবিবার (৭ আগস্ট) পল্লবী জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. শাহ কামাল এসব তথ্য জানান।
পুলিশ জানায়, গত ২৯ জুলাই কচুক্ষেতের রজনীগন্ধা মার্কেটে স্বর্ণের দোকানে বেশ কিছু স্বর্ণালংকার চুরি হয়। এরপর বিষয়টি পুলিশের নজরে আসে।
চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার অভিযানে নেতৃত্ব দেওয়া পল্লবী জোনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মো. শাহ কামাল বলেন, গত ২৯ জুলাই রজনীগন্ধা মার্কেটের নিউ বিসমিল্লাহ্ জুয়েলার্সের মালিক দুপুরে পার্শ্ববর্তী রূপনগর কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করতে যান। নামাজ শেষে তিনি রাস্তায় পেয়ারা কেনার সময় জানতে পারেন তার দোকানের শাটার খোলা। তিনি দ্রুত দোকানে এসে দেখেন স্বর্ণের বিভিন্ন ধরনের ৪০ ভরি ও রূপার ৫০ ভরি গহনা চুরি হয়ে গেছে। এ ঘটনার পরদিন তার অভিযোগের ভিত্তিতে রূপনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তিনি আরও বলেন, দিন দুপুরে স্বর্ণের দোকানে এমন চুরির পরপরই ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে কাজ শুরু করে পুলিশ। এক পর্যায়ে সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ চক্রের একজনের অবস্থান নিশ্চিত করা হয়। পরবর্তীতে চট্টগ্রামের কর্ণফুলি থানার স্বর্ণারটেক গ্রাম থেকে আলাউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। আর তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে শাহজালালকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, এসময় গ্রেপ্তারকৃত আসামিদের নিকট থেকে উদ্ধার করা হয় ১৬ ভরি ৪ আনা স্বর্ণালংকার।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
কেএম/এএস
