টার্গেট অসুস্থ ও দরিদ্র মানুষ, কয়েক কোটি টাকা আত্মসাৎ!

রাজধানীর ভাটারা এলাকায় অভিযান চালিয়ে ফরহাদ হোসেন নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (৫ আগস্ট) অভিযান চালিয়ে র্যাব-১ এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব জানায়, তার টার্গেট অসহায়, অসুস্থ, দরিদ্র শ্রেণির রোগীরা। তিনি ভুয়া ট্রাভেল এজেন্সির পরিচয়ে সরকারি চিকিৎসক ও বিভিন্ন ব্যাংক কর্মকর্তা এবং নোটারি পাবলিকের অবৈধ সিল, প্যাড ব্যবহার করে ভুয়া ভিসা তৈরি করে দিতেন। ৫ বছরে কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন এ প্রতারক।
র্যাব জানায়, ভাটারার তাজুল ইসলামের ছেলে ফরহাদ ভারতসহ বিভিন্ন দেশে চিকিৎসা নিতে ইচ্ছুক গ্রাহকদের ভুয়া ভিসা তৈরির মাধ্যমে গত পাঁচ বছরে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।
গ্রেপ্তারের সময় মনিটর, সিপিইউ, স্ক্যানার, ৩টি পাসপোর্ট, ১২টি সরকারি ডাক্তারদের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারের সিল, ২টি প্যাড, বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের ভুয়া রিপোর্ট, বিভিন্ন ব্যাংকের স্টেটমেন্ট, ১টি রেজিস্টার, মোবাইল ফোন জব্দ করা হয়।
র্যাব-১ এর সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার নোমান আহমদ জানান, এক শ্রেণির স্বার্থান্বেষী সংঘবদ্ধ চক্র ভুয়া ট্রাভেল এজেন্সির পরিচয়ে সরকারি ডাক্তার ও বিভিন্ন কর্মকর্তা এবং নোটারি পাবলিকের অবৈধ সিল, প্যাড ব্যবহার করে পার্শ্ববর্তী দেশের ভুয়া ভিসা তৈরি করে অসহায়, অসুস্থ, দরিদ্র শ্রেণির রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।
র্যাব-১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরহাদ জানিয়েছেন, তিনি গত ৫-৬ বছর ধরে চিকিৎসা ভিসায় যারা ভারতে যাওয়ার জন্য বৈধ উপায়ে ভিসা করতে পারেন না তাদের বিভিন্ন সরকারি হাসপাতালের ডাক্তারের সিল, প্যাড ব্যবহার করে ভুয়া মেডিকেল রিপোর্ট প্রস্তুত করে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেন।
আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম/টিটি
