ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা, গ্রেপ্তার ৬

সামাজিক যোগাযোগ মাধ্যমে এসএসএফ প্রাইভেট কোম্পানী লিমিটেড নামে চাকরির ভূয়া নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে প্রতারণা পূর্বক বিপুল সংখ্যক চাকরি প্রার্থীদের অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৩ আগস্ট) রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এসময় গ্রেপ্তারকৃতদের থেকে বিপুল পরিমাণ ভুয়া নিয়োগপত্র, কম্পিউটার ও ল্যাপটপ জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৪ আগস্ট) র্যাব মিডিয়া সেন্টার কারওয়ানবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
তিনি বলেন, র্যাব-৩ এর গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে বিশেষ এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
কেএম/এএস
