পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, ভুয়া পুলিশ গ্রেপ্তার
রাজধানীর মিরপুর এলাকায় পুলিশ পরিচয় দিয়ে চাঁদা দাবির অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর দারুস সালাম থানা পুলিশ।
বুধবার (৩ আগস্ট) দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ পরিচয় দেওয়া ওই ব্যক্তির নাম খন্দকার মোস্তাফিজুর রহমান। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাংশা থানার হাবাসপুর গ্রামে। তিনি ঢাকায় কাফরুলের বাইশটেক এলাকায় বসবাস করতেন।
অভিযোগকারীর বরাত দিয়ে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জামাল হোসেন জানান, মিরপুর-১ এ রাস্তার উপর দাঁড়িয়ে থাকাকালীন এক ব্যক্তি মোটর সাইকেলে এসে নিজেকে পুলিশ পরিচয় দিয়ে তার কাছে থাকা ব্যাগটি দাবি করেন। তিনি ব্যাগ দিতে অস্বীকার করলে বিভিন্ন প্রকার ভয় দেখায় এবং ৫ হাজার টাকা দাবি করেন। তখন ভিকটিমের চিৎকারে স্থানীয় জনসাধারণ যেয়ে তাকে আটক করে। পরবর্তী সময়ে টহল পুলিশ এসে মোস্তাফিজুর নামের ওই ব্যক্তিকে হেফাজতে নেয় এবং তাকে গ্রেপ্তার করে।
তিনি বলেন গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির শাহবাগ ও শেরেবাংলা নগর থানায় আরও দুটি মামলা রয়েছে। আর এবার ভুয়া পুলিশ পরিচয়ে গ্রেপ্তার হওয়ায় আরও একটি মামলা যুক্ত হলো।
কেএম/এএস