ফেসবুকের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ১
ফেসবুকে অসুস্থ মানুষের ছবি ব্যবহার করে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শাহরিয়ার আজম আকাশ নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৩ আগস্ট) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা এ তথ্য জানান। এর আগে মঙ্গলবার (২ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, শতাধিক ফেসবুক আইডি হ্যাক করার তথ্য পাওয়া গেছে আকাশের বিরুদ্ধে। এ ছাড়া সাইবার প্রতারণার কাজে ব্যবহৃত একটি আইফোন, দুটি বাটন ফোন, একটি অ্যাপেলের ম্যাকবুক এয়ার ও ব্যবহৃত বিকাশ নম্বরগুলো জব্দ করা হয়েছে।
সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা বলেন, বিভিন্ন অনলাইন মনিটরিং করার সময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ বেশ কয়েকটি পেজ থেকে গুরুতর অসুস্থ ব্যক্তি ও শিশুর ছবি পোস্ট দিয়ে সাহায্যের আবেদন জানানোর পোস্ট দেখা যায়। সেখানে বিকাশ ও নগদ নম্বর দেন। পরে আমরা এ বিষয়টি তদন্ত করে দেখা যায় তিনি একজন প্রতারক। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।
কেএম/এসএন