র্যাবের অভিযানে অবৈধ ওয়াকিটকি সেট এবং যন্ত্রাংশ উদ্ধার, গ্রেপ্তার ১
র্যাব-৩ এর অভিযানে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে বিপুল পরিমান অবৈধ ওয়াকিটকি সেট এবং যন্ত্রাংশ উদ্ধারসহ ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি হলেন. রাকিবুল ইসলাম। এসময় তার কাছ থেকে মোট ওয়াকিটকি সেট ৬৮টি, ওয়াকিটকি সেটের ব্যাটারি ১৫টি, চার্জার ৫২ টি, ওয়াকিটকি সেটের হেডফোন ৫৩টি এবং মোবাইলফোন ২টি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২ আগস্ট) র্যাব-৩ এর বীণা পুলিশ সুপার ও স্টাফ অফিসার (মিডিয়া) রানী দাস এসব তথ্য নিশ্চিত করেছেন।
রানী দাস বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি জানায় সে একজন ঠিকাদার হিসেবে বৈধ লাইসেন্স দিয়ে অবৈধভাবে বেতার যন্ত্র ওয়াকিটকি সেট নিজেদের হেফাজতে রেখে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রয় করে আসছে। কিন্তু তার হেফাজত হতে উদ্ধারকৃত এসব ওয়াকিটকি এবং যন্ত্রাংশ ব্যবহার সংক্রান্ত লাইসেন্স ও কারিগরি গ্রহণযোগ্যতা সংক্রান্ত সনদ বা কোন ধরনের বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারে নাই। আসামির কাছ থেকে উদ্ধারকৃত এসব ওয়াকিটকি সেটের ফ্রিকোয়েন্সী ২৪৫-২৪৬ মেগাহার্জ। এসব ওয়াকিটকি ব্যবহার করে রিপিটার ছাড়া অর্ধ কিলোমিটার পর্যন্ত যোগাযোগ করা সম্ভব। এছাড়াও বহুতল ভবনের মধ্যে উপরতলা হতে নীচতলায় যোগাযোগ করা সম্ভব। এসব ওয়াকিটকির দাম পাঁচ হাজার হতে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত। ব্যাটারীর চার্জ ধারণের ক্ষমতা অনুযায়ী ওয়াকিটকির দামের তারতম্য হয়ে থাকে।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৭৪ ধারার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
কেএম