ক্রেডিট কার্ডধারীদের টার্গেট করে প্রতারণা, আটক ১
আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্রেডিট কার্ডধারীদের টার্গেট করে প্রতারণার অভিযোগে মো. খোকন ব্যাপারী ওরফে জুনায়েদ (৩০) নামে এক প্রতারককে আটক করেছে পুলিশের বিশেষ ইউনিট সিআইডি। রবিবার (৩১ জুলাই) সিআইডি তাকে আটক করে।
সোমবার (১ আগস্ট) দুপুরে সিআইডির সদরদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, এ চক্রের মূলহোতা জুনায়েদ। তার সঙ্গে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে। প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে তারা এ প্রতারণা করে আসছিল।
তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ে একটি প্রতারক চক্র বিকাশ, নগদ, রকেটের অফিসের কর্মকর্তার পরিচয় দিয়ে আর্থিক লেনদেনের প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষের ক্রেডিট কার্ড থেকে প্রতারণার মাধ্যমে বিপুল টাকা হাতিয়ে নেয়। সম্প্রতি এমন প্রতারণার ঘটনাগুলো দেশজুড়ে বেশ চাঞ্চল্যের তৈরি করে। ঘটনাগুলো জানার পর সিআইডি এলআইসি’র একটি চৌকস দল এই প্রতারণার সঙ্গে জড়িত চক্র শনাক্ত ও তাদের কর্মপদ্ধতি সম্পর্কে অনুসন্ধান করে। এরই ধারাবাহিকতায় চক্রটিকে শনাক্ত করা সম্ভব হয়। ভিকটিম ও বিভিন্ন উৎস থেকে প্রতারক চক্র সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরেজমিনে সংগ্রহ করা হয়। পরবর্তীতে সংগৃহীত বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে মো. খোকন ব্যাপারী ওরফে জুনায়েদসহ বেশ কয়েকজনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। সিআইডির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।
পুলিশ সুপার মুক্তা ধর আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছেন এবং তার নেতৃত্বে এ কাজে আরও চার জন যুক্ত আছেন বলে জানান।
আটক জুনায়েদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং তার অন্য সহযোগিদের ধরতে অভিযান চলমান রয়েছে বলেও জানান সিআইডির এই কর্মকর্তা।
কেএম/আরএ/